শনি. মে ১৮, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

50খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: ইরাকের সাদ্দাম বিরোধী রাজনীতিবিদ আহমেদ চালাবি মারা গেছেন। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে বাগদাদে নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন চালাবি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১। খবর আল-জাজিরার।
২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে চালাবি সমর্থন করেছিলেন। মৃত্যুর আগে ইরাকের অর্থ সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধান ছিলেন চালাবি।
চালাবির মৃত্যুতে শোক জানিয়েছে ইরাকের প্রথম ডেপুটি স্পিকার শেখ হুমাম হামুদি। তার মৃত্যুতে দেশের বড় ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
১৯৪৪ সালের অক্টোবর মাসে এক শিয়া পরিবারে জন্ম আহমেদ চালাবির। তিনি সাদ্দাম বিরোধী রাজনীতি করে গেছেন দীর্ঘদিন। ১৯৫৬ সালে তিনি ইরাক ত্যাগ করেন। ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে থাকেন দীর্ঘদিন। সেখানে লেখাপড়া করে গণিত শাস্ত্রে ডক্টরেট ডিগ্রি নেন।
ইরাকে হামলা চালানো বুশ প্রশাসনের ঘনিষ্ঠ লোক ছিলেন আহমেদ চালাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *