খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: দ্বিপাক্ষিক কোনো সিরিজ হলে এমনিতেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রধান ফটকে পুলিশের উপস্থিতি থাকে চোখে পড়ার মত। এছাড়া বিসিবির নিজস্ব নিরাপত্তা দল পুরো স্টেডিয়াম এলাকায় ঘুরে ফিরে ডিউটি পালন করেন।
অস্ট্রেলিয়া ক্রিকেট দল নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর স্থগিত করে। অসিরা মুখ ফিরিয়ে নেওয়ার পর বিসিবি জিম্বাবুয়ে ক্রিকেট দলের সঙ্গে যোগাযোগ করে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করে। সোমবার দলটি ঢাকায় পা রাখে। ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দলকে কঠোর নিরাপত্তা প্রদান করছে আইন শৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় মিরপুর স্টেডিয়ামে অনুশীলন শুরু করে জিম্বাবুয়ানরা। হোটেল সোনারগাঁও থেকে নিরাপত্তার চাদরে ঠেকে অতিথীদের নিয়ে আসা হয় মিরপুর হোম অব ক্রিকেটে। সকাল সাড়ে দশটায় অনুশীলন শুরু করে দুপুর দেড়টা পর্যন্ত কঠোর অনুশীলন করে এলটন চিগাম্বুরা ও সিকান্দার রাজারা।
ক্রিকেটারদের নিরাপত্তা দিতে একাডেমী মাঠেও হাজির ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একাডেমী থেকে মিরপুর স্টেডিয়ামে আসা-যাওয়ার পথেও বিসিবির নিরাপত্তা প্রতিনিধিরা বাড়তি সতর্কতা অবলম্বন করেন।
বাংলাদেশ দল দুপুর সোয়া দুইটায় অনুশীলন শুরু করে।