Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

61খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: কিয়ান হঙ্গিয়ান ও তার পরিবার চায়নায় বসবাস করেন। ২০০০ সালে একটি সড়ক দুর্ঘটনায় তিনি তার দুই পা হারিয়ে ফেলেন। যখন তার বয়স মাত্র ৪ বছর ছিল। চায়নার পশ্চিম-দক্ষিণের ইউনান প্রদেশের একটি গ্রামীণ পরিবেশে তিনি বেড়ে উঠেন।
সে আস্তে আস্তে তার হাতের উপর ভর করে হাঁটতে শিখেন। কারণ তার কোমরের নিচের সম্পূর্ণ অংশ কাঁটা পড়েছিল সেই দুর্ঘটনার কারণে। সে তার কোমরের কাছে বাস্কেট বল নিয়ে খেলা শুরু করেন। খুব অল্প সময়ের মাঝে তিনি তার এলাকায় ‘বাস্কেট বল মেয়ে’ নামে পরিচিতি পান।
২০০৫ সালে চীনের মিডিয়া তাকে জনসম্মুখে নিয়ে আসে। এরপর তাকে বেইজিং এ নিয়ে আসা হয় তার পায়ে আর্টিফিশিয়াল পা লাগানোর ব্যবস্থা করা হয়। চীনের ‘রিহ্যাবিলিটেশন রিসার্চ সেন্টার’ এ তার বিনামূল্যে চিকিৎসা করা হয়। এই সংস্থা গত ২০ বছর ধরে প্রতিবন্ধীদের সহায়তা করছেন।
কিন্তু তার নতুন পা পাওয়ার পর থেকে সে আর বিদ্যালয়ে যেতে পারে নি। সে জাতীয় সাঁতার ক্লাবে যোগদান করেন এবং প্রতিবন্ধীদের সাঁতারে প্রতিযোগিতা করেন।
প্রথমে তার কাছে সাঁতার শেখা অনেক কঠিন মনে হলেও পরবর্তীতে তার কঠোর পরিশ্রমের কারণে তিনি সকল বাঁধা পেরিয়ে যান। তার অক্ষমতা থাকা সত্ত্বেও তিনি শুধু সামনের দিকে এগিয়ে যান। এখন তিনি তার দেশের জন্য প্যারালিম্পিক যেয়ে বিজয়ী হতে চান।
কিয়ান চীনের একজন বিশাল সেলিব্রেটি হয়ে গেছেন। তার সকল প্রোগ্রাম ও কর্মকাণ্ড সবসময় মিডিয়া আগাম জানিয়ে দেন। এখন তার বয়স ১৮ বছর এবং তিনি আবার সেই রিহ্যাব সেন্টারে গিয়েছেন যেন তার বর্তমান মাপের আর্টিফিশিয়াল পা তৈরি করে নেয়া যায়।