খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি-র(আইইউবিএটি) ভিসি প্রফেসর ড. এম আলিমুল্লাহ কর্তৃক ইসলামী পোশাক পরিধান করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষেধ এবং পরিক্ষায় অংশগ্রহণ করতে না দেয়ার নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় তারা। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি নূরুল ইসলাম আল-আমীন বলেন, পোশাক পরিধান করা যারযার রুচি ও স্বাধীনতার ব্যাপার। স্কুল ও কলেজ পর্যায়ে প্রতিষ্ঠানের পোশাক পড়ার বিধি থাকলেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে সে বিধি কোথাও নেই। আর আইইউবিএটি-তে আগেও কখনও ছিলনা। কিন্তু বর্তমান ভিসি এসে পোশাক বিধির নামে এক উদ্ভট বিধি প্রনয়ন করেছে। যার প্রধান শিকার ইসলামী পোশাক।
ইসলামী পোশাকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না দেয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ইসলামী পোশাক পরিধান করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষেধ এবং পরিক্ষায় অংশগ্রহণ করতে না দেয়ার নির্দেশনা প্রত্যাহার না করা হলে আমরা সারাদেশের শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনে যাবো।
এ নির্দেশনা প্রত্যাহারের দাবিতে আগামী বৃহস্পতিবার ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি-র সামনে মানববন্ধন করা হবে বলে জানিয়ে তিনি বলেন, নির্দেশনা প্রত্যাহারের দাবিতে আমরা ওই বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করবো। এতেও কাজ না হলে শিক্ষা মন্ত্রনালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় বা রাষ্ট্রপতির বাসভবন ঘেরাও করবো।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগরীর সভাপতি হাফেজ মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন বলেন, যারা এসব বিধি প্রনয়ন করছে তারা ইসলামের শত্রু, দেশের শত্রু। তারা চায় বাংলাদেশের ছেলে-মেয়েগুলোকে নাস্তিক বানাতে। কিন্তু বাংলার জমিনে এটা হতে দেয়া হবে না।
এসময় সরকারের কাছে আইইউবিএটি-র ভিসি প্রফেসর ড. এম আলিমুল্লাহকে প্রত্যাহারের দাবি জানান হাফেজ মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ফজলুল করিম মারুফ, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ নুরুন নবী, বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম, অর্থ সম্পাদক আলাউদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক শেখ রহমান ফারুখ প্রমুখ।