খোলা বাজার২৪ ॥ বুধবার, ৪ নভেম্বর ২০১৫: সাভারের আশুলিয়ায় পুলিশের একটি চেকপোস্টে তল্লাশির সময় ছুরি মেরে শিল্প পুলিশের এক কনস্টেবলকে হত্যা ও আরেকজনকে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান কীরণ জানান, বুধবার সকাল পৌনে ৮টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি চেকপোস্টে এ ঘটনা ঘটে।
ঢাকার গাবতলীতে তল্লাশি চৌকিতে ছুরিকাঘাতে পুলিশের এক এএসআই নিহত হওয়ার ১৩ দিনের মাথায় এ ঘটনা ঘটল।
সহকারী পুলিশ সুপার বলেন, “থানা ও শিল্প পুলিশের পাঁচ সদস্য সকালে বাড়ইপাড়া চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। কয়েকটি মোটরসাইকেলে করে এসে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা করে। এতে কনস্টেবল মুকুল হোসেন ও নূরে আলম গুরুতর আহত হন, বাকিরাও আঘাত পান।”
তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হলে অপারেশন থিয়েটারেই মুকুলের মৃত্যু হয়।
কনস্টেবল নূরে আলমের অবস্থাও আশঙ্কাজনক বলে শিল্প পুলিশ-১ এর উপ পরিচালক কাওসার শিকদার জানিয়েছেন।
কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি পুলিশ কর্মকর্তারা। হামলার সময় কাওকে আটকও করা যায়নি।
এর আগে দুর্গাপূজা উপলক্ষে রাজধানীতে কড়া নিরাপত্তার মধ্যে ২২ অক্টোবর রাতে গাবতলী সেতুর কাছে পর্বত সিনেমা হলের সামনে পুলিশের একটি তল্লাশি চৌকিতে একই ধরনের হামলার ঘটনা ঘটে।
সেখানে এক যুবকের ছুরিকাঘাতে ইব্রাহিম মোল্লা (৪০) নামে পুলিশের এক এএসআই নিহত হন।
এর দুই দিন পর পুরান ঢাকার হোসাইনী দালানে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলায় দুইজন নিহত হন।
পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক সে সময় বলেছিলেন, গাবতলীতে এএসআই খুনের সঙ্গে ইমামবাড়ার বোমার যোগসূত্র রয়েছে তারা বস্তুগত প্রমাণ পেয়েছেন।