Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5খোলা বাজার২৪ ॥ বুধবার, ৪ নভেম্বর ২০১৫: অবশেষে ২০১৬ সালের জানুয়ারিতে উদ্বোধন করা হচ্ছে সিলেট সিটি করপোরেশনের ১৩২ কোটি টাকা ব্যয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট (পানি শোধনাগার প্রকল্প)। পানি শোধনাগার প্রকল্পটি চালু হলে প্রতিদিন ২ কোটি ৮০ লাখ লিটার পানি নগরীজুড়ে সরবরাহ করা যাবে।
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নগরীতে দৈনিক পানির চাহিদার পরিমাণ প্রায় ৮ কোটি লিটার। ৩০টি উৎপাদক নলকূপের মাধ্যমে দৈনিক মাত্র ২ কোটি ৫০ লাখ লিটার পানি নগরবাসীর জন্য সরবরাহ হচ্ছে। যা চাহিদার মাত্র শতকরা ৩০ ভাগ। অসহনীয় এ সমস্যা সমাধানে ১০ টি উৎপাদক নলকূপ স্থাপন করা হচ্ছে। পাশাপাশি সিলেট-বরিশাল প্রকল্পের আওতায় পানি শোধনাগার প্রকল্পের কাজ সম্পন্ন এখন উদ্বোধনের অপেক্ষায়। এতে দৈনিক পানি সরবরাহ ২ কোটি ৮০ লক্ষ লিটার বৃদ্ধি পাবে।
সিলেট মহানগরীসহ আশপাশের এলাকার বিশুদ্ধ পানির সংকট নিরসনের লক্ষে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে নবনির্মিত পানি শোধানাগার প্রকল্পের কাজ শেষ হয়েছে। ৮ একর ভূমির উপর ১শ’ ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পটি পুরোপুরি চালু হওয়ার পর সিলেট সিটি করপোরেশন ও আশপাশের ১শ’ ২৫ কিলোমিটার এলাকার মধ্যে প্রতিদিন ২ কোটি ৮০ লাখ লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে। যা সিলেট মহানগরীর দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট সমাধানে অনন্য ভূমিকা রাখবে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজ বলেন, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সিলেট জনস্বাস্থ্য অধিদপ্তর পানি শোধনাগার প্রকল্পে কাজ প্রায় সম্পন্ন করেছে। উদ্বোধনের অপেক্ষায় রয়েছে এ প্রকল্পটি। আশাকরি ২০১৬ সালের জানুয়ারিতে প্রকল্পটি উদ্বোধন করা হবে। সিলেট সিটি করপোরেশনের ১৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট (পানি শোধনাগার প্রকল্প) চালু হলে প্রতিদিন ২ কোটি ৮০ লাখ লিটার পানি নগরীজুড়ে সরবরাহ করা যাবে। এতে নগরবাসীর পানির চাহিদা অনেকাংশ কমে আসবে।