খোলা বাজার২৪ ॥ বুধবার, ৪ নভেম্বর ২০১৫: এ পৃথিবীতে বিভিন্ন সম্প্রদায়ের রয়েছে হরেক রকম রীতি, সংস্কার, বিশ্বাস। তেমনি এক আজব বিশ্বাস ও আস্থা রয়েছে ইন্দোনেশিয়ায় এক গ্রামে। যেখানে মৃত মানুষকে কবর থেকে তুলে আনা হয় জীবিতদের আশীর্বাদ দেয়ার জন্য।
প্রতি তিন বছর অন্তর মৃত ব্যক্তিকে কবর থেকে তুলে আনা হয়। তারপর মৃত ব্যক্তিকে পোশাক পরিয়ে সাজানো হয়। এরপর গ্রামে ঘোরানো হয়।
ইন্দোনেশিয়ার এই সামাজিক অনুষ্ঠানের নাম ‘মামিস মা নেন’ এর অর্থ মৃতদেহকে পরিষ্কার করা। ব্যক্তির আত্মার শান্তি কামনায় ও মৃত ব্যক্তি থেকে আশীর্বাদ নেয়ার জন্য এমনটা করা হয়।