Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27খোলা বাজার২৪ ॥ বুধবার, ৪ নভেম্বর ২০১৫: সাভারের আশুলিয়ায় চেকপোস্টে পালাবদলের সময় হামলা হয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুলিশ কিছু বুঝে ওঠার সুযোগ পায়নি।
বুধবার সকাল পৌনে ৮টার দিকে ওই ঘটনায় হামলাকারীদের ছুরিতে এক কনস্টেবল নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চারজন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, গত কয়েক মাসে ব্লগার-প্রকাশকদের উপর যেভাবে হামলা হয়েছে, পুলিশের উপর এই হামলা হয়েছে একই কায়দায়।
হামলার খবর পেয়ে ঘণ্টা তিনেক পর হতাহতদের দেখতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান কামাল।
সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “চেকপোস্টে পুলিশ সদস্যদের পালাবদলের সময় এ ঘটনা ঘটেছে। পুলিশের নতুন দল গাড়ি থেকে নামার সময় হামলা চালায় দুর্বৃত্তরা। তাদের উপর্যপুরি হামলায় শিল্প পুলিশের কনস্টেবল মুকুল মারা যান।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, ‘জঙ্গিদের রায়’ কার্যক্রম নস্যাৎ করার জন্য এ ধরনের হামলা চালানো হচ্ছে।
“গোয়েন্দা পুলিশ শিগগিরই দল গঠন করে অন্য জঙ্গিদের ধরার কাজ শুরু করবে। এরা মানবতার শত্রু, মানুষের শত্রু। নৃশংসভাবে এরা ছুরিকাঘাত করে পুলিশকে হত্যা করেছে। চেঞ্জিং আওয়ারে এই ঘটনা ঘটেছে। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই এই হামলা হয়।”
এ সময় পুলিশ প্রধানকে (আইজিপি) ‘আরও বেশি’ সতর্ক হওয়ার নির্দেশ দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ব্লগার-প্রকাশকদের উপর যেভাবে হামলা হয়েছে সেই একই কায়দায় আশুলিয়ায় পুলিশের উপর হামলা হয়েছে। এরা (হামলাকারীরা) কখনও হরকাতুল জিহাদ, কখনও আনসারুল্লাহ। তারা আলাদা নাম ব্যবহার করলেও আসলে এক।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা সবকটি হত্যায় জড়িতদের সনাক্ত করছি। আমাদের নিরাপত্তা বাহিনী বসে নেই। কাজ করছে।”
আমাদের কাছে রেকর্ড আছে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলার পর দুর্বৃত্তদের চন্দ্রার দিকে যেতে দেখা গেছে। তা হলে পুলিশ গুলি করল না কেন?
এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ ব্যাপারে পুলিশের আইজি বসবেন। পরবর্তী নির্দেশ দেবেন।”
অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারী এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।