Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32খোলা বাজার২৪ ॥ বুধবার, ৪ নভেম্বর ২০১৫: একাত্তরের ঘাতক ও যুদ্ধাপরাধী দল জামায়াত এবং তাদের সহচর বিএনপির সাথে জাতীয় ঐক্য হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, “বিদেশে বসে বেগম জিয়া জাতীয় ঐকের কথা বলছেন কিন্তু এর আগে একাধিবার আওয়ামী লীগের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। জাতির স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমরা সেই আহ্বান জানালেও তিনি প্রতিবার তা প্রত্যাখ্যান করেছেন।”
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এখন কাদের স্বার্থে জাতীয় ঐক্য চাইছেন। আলোচনায় বসতে চাইছেন। আমরা ওই ঘাতক, যুদ্ধাপরাধীদের সঙ্গে ঐক্য করতে পারি না।’
তিনি বলেন, বিদেশে বসে বেগম খালেদা জিয়া মিথ্যাচার করছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে মরিয়ে হয়ে গেছেন। ক্ষমতার মোহে তিনি দেশকে অস্থিতিশীল করতে চান। এজন্যই গুপ্তহত্যা, বিদেশীদের হত্যা করা হচ্ছে। এসব নাশকতার ঘটনা বিএনপি-জামায়াতের পরিকল্পিত ষড়যন্ত্র।
সরকারকে বিপদে ফেলতে বিএনপি নেত্রী বিদেশি প্রভুদের কাছে ধর্না দিচ্ছেন- উল্লেখ করে মাহবুব-উল-হানিফ বলেন, ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চান খালেদা জিয়া। এজন্য বিদেশে লবিষ্ট নিয়োগ করেছেন। বিদেশি প্রভুদের কাছে ধর্না দিয়ে সরকার ও দেশের ভাবমূর্তি নষ্ট করার অপতৎপরতা শুরু করেছেন।
ব্লগার ও প্রকাশক হত্যার বিচার বিলম্ব হওয়ার কারণ জানতে চাইলে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিচার বিভাগ এখন স্বাধীনভাবে কাজ করছে। এসব হত্যা কাণ্ডের পিছনে শীর্ষ পর্যায়ের যে-ই থাকুক, যত ‘বড় ভাই’ থাকুক, তাদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হবে।
প্রকাশক দীপনের বাবার বক্তব্যের প্রেক্ষিতে নিজের বক্তব্য প্রত্যাহার কেন করলেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, “এটা ডেড ইস্যু। আমি আগেই এটার বিস্তারিত বলেছি। এখন আমরা দীপন হত্যাকারীদের আটক করে শাস্তির আওতায় আনতে চায়।”
এসময় তিনি বলেন, অনেকেই পুলিশের দুর্বলতা বা প্রযুক্তি পিছিয়ে থাকার প্রশ্ন তোলেন। কিন্তু সন্ত্রাসী-জঙ্গীগোষ্ঠি ওই জামায়াত-শিবির, জেএমবি, হরকাতুল জিহাদ ও আনসারুল্লাহ বাংলা টিমকে নির্মুল করতে সরকার কাজ করে যাচ্ছে। অচিরেই জামায়াতের এসব সংগঠনের সদস্যদের গ্রেফতার করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, এনামুল হক শামীমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।