Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪ ॥ বুধবার, ৪ নভেম্বর ২০১৫: কারাগারে থাকা সব আসামি ও তাদের আইনজীবীরা আদালতে উপস্থিত না থাকায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আবারও পিছিয়েছে।
বুধবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের আদালতে পঞ্চম দিনের সাক্ষগ্রহণের কথা ছিল।
আদালতের পিপি কিশোর কুমার কর জানান, সকাল ১১টায় দুই সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা ছিল। সব আসামি আদালতে উপস্থিত না থাকায় বিচারক সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন রেখেছেন আগামীকাল বৃহস্পতিবার।
এর আগে গত ২৮ ও ২৯ অক্টোবর একই কারণে সাক্ষ্যগ্রহণ করেনি আদালত।
কিশোর কুমার জানান, মামলায় গ্রেপ্তার ১৪ আসামির মধ্যে বুধবার হবিগঞ্জের মেয়র জিকে গউছসহ পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। অন্য মামলার হাজিরা ও অসুস্থতার কারণ দেখিয়ে বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।
তাদের আইনজীবীরাও উপস্থিত না থাকায় সাক্ষ্যগ্রহণ করেনি আদালত।
গত ৩০ সেপ্টেম্বর আলোচিত এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মোট ১৭১ জন সাক্ষীর মধ্যে মামলার বাদী হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানসহ চারজন এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন।
১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় তিনিসহ পাঁচজন নিহত হন।
ঘটনার রাতেই হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।
তিন দফা তদন্তের পর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল ২০১৪ সালের ২১ ডিসেম্বর ৩২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন।
এতে সিলেটের মেয়র আরিফুল হক, হবিগঞ্জের মেয়র গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়।
হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ গত ১১ জুন মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠান।