Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37খোলা বাজার২৪ ॥ বুধবার, ৪ নভেম্বর ২০১৫: চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তায়ও ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয় বলে জানান বিজিবি-৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এস এম লুৎফুল করিম।
তিনি বলেন, “বিমানবন্দরের চলমান নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করতে দুটি প্রশিক্ষিত কুকুর আনা হয়েছে। এগুলো অস্ত্র, মাদক ও বিষ্ফোরক শনাক্ত করতে সক্ষম।”
স্কোয়াডে বিজিবি’র ৫-৬ জন প্রশিক্ষিত সদস্যও রয়েছেন জানিয়ে বিজিবির এই কর্মকর্তা বলেন, যাত্রী ও তাদের লাগেজসহ বিমানবন্দরের সার্বিক নিরাপত্তায় এই স্কোয়াড কাজ করবে।
এর আগে মঙ্গলবার দুপুর থেকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তায় ডগ স্কোয়াড মোতায়েন হয়।
সম্প্রতি দুই বিদেশি হত্যা ও ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে বোমা হামলায় একজনের মৃত্যুর পর ঢাকা, চট্টগ্রামসহ বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়।