খোলা বাজার২৪ ॥ বুধবার, ৪ নভেম্বর ২০১৫: নয় বছর বয়সী শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় তৃতীয় দফায় আবেদন করেও জামিন পাননি গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন।
তবে ওই ঘটনার পর সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন তিনি।
এমপি লিটনের আইনজীবী মো. সিরাজুল ইসলাম বাবু জানান, বুধবার দুপুরে সুন্দরগঞ্জ আমলী আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মইনুল হাসান হামলা, ভাংচুর ও লুটপাটের মামলায় জামিন আবেদনের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেছেন। একই আদালত সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় তাকে জামিন দেয়নি।
এমপি লিটন গাইবান্ধা জেলা কারাগারে রয়েছেন। বুধবার শুনানিতে তাকে হাজির করা হয়নি।
গত ২ অক্টোবর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে সৌরভ আহত হয়। পরদিন তার বাবা সাজু মিয়া এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে লিটনসহ ১০ জনকে আসামি করেগত ৪ অক্টোবর সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামের হাফিজার রহমান মামলাটি করেন।
দুই মামলাতেই একই আদালত গত ১৫ ও ২৫ অক্টোবর লিটনের জামিন আবেদন নামঞ্জুর করে।