খোলা বাজার২৪ ॥ বুধবার, ৪ নভেম্বর ২০১৫: দক্ষিণ সুদানে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছন। এই ঘটনায় দুইজন বেঁচে আছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। আজ বুধবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানের লেজের দিকের অংশ ও অন্যান্য অংশ হোয়াইট নীল নদীর তীরে পাওয়া গেছে। নদীটি রাজধানীর জুবার বিমানবন্দরের কাছেই অবস্থিত।
প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, ঘটনাস্থলে তারা অন্তত ৪০টি লাশ পেয়েছেন। ঘটনাস্থলের কাছ থেকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় এক শিশুস দুইজন বেঁচে আছেন। কিন্তু বিমানটি ঠিক কতোজন আরোহী ছিলেন এই বিষয়ে তিনি কিছু জানাননি।
সাউথ সুদান ট্রিবিউন জানিয়েছেন, বিমানটি একটি কার্গো। এতে পাঁচজন রাশিয়ান ক্রু ও সাতজন যাত্রী ছিলেন।