খোলা বাজার২৪ ॥ বুধবার, ৪ নভেম্বর ২০১৫: পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ সাইদুর রহমান মুরাদ অল্প কিছুদিন আগে জেল থেকে বের হলেও আজ আবারো তার বাসার সামনে থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। এই গ্রেফতারের ঘটনায় পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন আমাদের নেতা কর্মীদের দিনের পর দিন জেল খাটিয়েও এই বাকশালী সরকারের সাধ মিটছে না। জেল থেকে বের হতে না হতেই আবারো আটক করছে। এই কোন ধরনের সভ্যতা। তিনি অবিলম্বে সাইদুর রহমান মুরাদের মুক্তির দাবি জানান।