Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20151104 - AIBL Sheba Mash Dhanmondi

খোলা বাজার২৪ ॥ বুধবার, ৪ নভেম্বর ২০১৫: ‘এক মাসকে প্রতীক ধরে সেবা দেব বছর ভরে’ -এ স্লোগানকে সামনে রেখে পহেলা নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিশেষ গ্রাহক সেবা মাস ২০১৫ কার্যক্রম পালন করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে ১ নভেম্বর ২০১৫, রবিবার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ ধানম-ি শাখায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের কোম্পানি সচিব মোঃ মোফাজ্জেল হোসেন।
ধানম-ি শাখার ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মোঃ শরীফ চৌধুরীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী জেলিয়া রহমাতুন্নেসা, আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিঃ এর কন্ট্রোলার মোঃ শরিফ উল্লাহ্ চৌধুরী, মেসার্স জিনস ট্রিট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জামাল উদ্দিন এবং ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোনের প্রধান মনির আহমাদ।
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানি সচিব মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, উন্নত গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কর্মরত প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে বছরের প্রতিটি দিনই নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এ লক্ষ্যে সেবা মাসকে বিশেষ প্রশিক্ষণ মাস হিসেবে গন্য করে তিনি সকলকে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ প্রদান করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক গ্রাহক, শুভানুধ্যায়ী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দের সমাগম ঘটে। উল্লেখ্য, ‘সেবা মাস ২০১৫’ এর আওতায় ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ব্যাংকের ১২৮টি শাখায় বিশেষ গ্রাহকসেবা প্রদান করা হবে।