Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খোলা বাজার২৪ ॥ বুধবার, ৪ নভেম্বর ২০১৫:Pstc picture-4-11-15 তোফাজ্জল হোসেনঃনরসিংদী জেলা ক্লায়েন্ট এসোসিয়েশনের সম্মেলন গত বুধবার ৪নভেম্বর শহরের গ্র্যান্ড রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।দিশারী প্রকল্প পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার(পিএসটিসি)এর সহযোগীতায় মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিধ আতাউর রহমান ভুইয়া।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএসটিসি এর কেন্দ্রীয় কার্যালয়ের প্রকল্প সমন^য়কারী ড.শমনেন্দ্র প্রসাদ চৌধুরী। জেলা সমন্বয়কারী জাহানুল হক বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোজাম্মেল হক লাভলু,সাবেক ভাইস চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন সকা,ওমর ফারুক মোল্লা,নাজমুন্নাহার আমেনা,সাংবাদিক তোফাজ্জল হোসেন,কৃষিবিধ সেলিনা জাহান,প্রকল্প কর্মকর্তা রিয়াজুল ইসলাম সরকার প্রমুখ।সভায় বক্তাগণ জেলা ক্লায়েন্ট এসোসিয়েশনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তাগন বক্তব্য রাখেন।সভা শেষে সর্বসম্মতিক্রমে আতাউর রহমান ভুইয়াকে সভাপতি মোজাম্মেল হক লাভলুকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।নব নির্বাচিত কমিটি আগামী ২বছর তাদের দায়িত্ব পালন করবেন।উল্লেখ্য যে জেলা ক্লায়েন্ট এসোসিয়েশন জেলার স্বাস্থ্য,শিক্ষা,কৃষি ও সামাজিক নিরাপত্তা অধিকার বিষয় নিয়ে দিশারী প্রকল্পের মাধ্যমে কাজ করে আসছে।