খোলা বাজার২৪ ॥ বুধবার, ৪ নভেম্বর ২০১৫: গণবিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রোমানিয়ার প্রেসিডেন্ট ভিক্টর পন্টো । গত ৩০ অক্টোবর রাজধানী বুকারেস্টের এক নৈশক্লাবে অগ্নিকাণ্ডে ৩২ জনের প্রাণহানির ঘটনার প্রতিবাদে প্রেসিডেন্টের পদত্যাগের দাবি ওঠায় এ সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন পন্টো।
রোমানিয়ায় টেলিভিশনে দেওয়া বক্তব্যে পন্টো বলেন,‘আমি বিশ্বাস করি সরকারের পদত্যাগ রাস্তায় নামা মানুষগুলোকে সন্তুষ্টি দেবে’।
এর আগে, মঙ্গলবার বুকারেস্টে রাস্তায় প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভে নামে ২০ হাজারেরও বেশি রোমানীয়। এ সময় তারা সরকারের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে।
রোমানিয়ায় স্থানীয় আদালতে দুর্নীতি মামলায় পন্টোর বিচার শুরু হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার রোমানিয়ার রাজধানী বুকারেস্টে একটি নৈশক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩২জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় শতাধিক।
সূত্র: বিবিসি।