খোলা বাজার২৪ ॥ বুধবার, ৪ নভেম্বর ২০১৫: জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃতীয় দল হিসেবে আনুষ্ঠানিকভাবে লোগো ও জার্সি উন্মোচন করলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বুধবার ঢাকার এক অভিজাত হোটেলে ৯ জন স্থানীয় ক্রিকেটারদের উপস্থিতিতে দলটির লোগো উন্মোচন করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে জাগো ফাউন্ডেশনের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে তারা।
শুরুতেই সুইচ টিপে লোগো উন্মোচন করেন বিসিবি ও আইসিসির সাবেক সভাপতি এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান পারমর্শক আ হ ম মুস্তফা কামাল। এরপর ‘মারো রে ছক্কা, মারো রে চার; কে আছো সামনে কী সাহস আছে কার’ এই শিরোনামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের থিম সং পরিবেশন করেন কণ্ঠশিল্পী মিলা ও তাপস।
এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র তারকা অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা।
অনুষ্ঠানে মাঝপথে দলটির চেয়ারম্যান নাফিসা কামাল কুমিল্লার অধিনায়ক হিসেবে মাশরাফির নাম ঘোষণা করেন। সেই সঙ্গে কোচ হিসেবে সালাউদ্দীন ও ম্যানেজার হিসেবে খালেদ মাসুদকে পরিচয় করিয়ে দেন। এর আগে স্থানীয় ৯ ক্রিকেটারকে নিয়ে দলের জার্সি উন্মোচন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
উদ্বোধনী বক্তব্যে মুস্তাফা কামাল বলেন, ‘ক্রিকেট আমার স্বপ্ন, আমি ক্রিকেট ভালবাসি। তাই ক্রিকেটের পাশে যেভাবেই হোক থাকার চেষ্টা করি।’
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল তার বক্তব্যে বলেন, ‘ক্রিকেটের প্রতি বাবার ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি কুমিল্লাবাসীর জন্য চেষ্টা করেছি ভালো একটি দল তৈরি করতে। সবার সমর্থন প্রত্যাশা করি।’
নাফিসা কামাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফির প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশ দলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। তাকে পেয়ে আমার কুমিল্লাবাসী গর্বিত। অধিনায়ক হিসেবে মাশরাফি আমাদের দলের দায়িত্ব পালন করবেন।’
দলটির কোচ সালাউদ্দীন তার বক্তব্যে বলেন, ‘আমরা ভালো একটি দল তৈরি করতে পেরেছি। দল নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট। আমাদের চেষ্টা থাকবে ভালো ক্রিকেট খেলার।’
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন খালেদ মাসুদ পাইলট। তিনি তার ব্ক্তব্যে বলেন, ‘আমাদের দলটি সেরা হয়েছে। এ ছাড়া আমাদের দলে সবচেয়ে সফল অধিনায়ক আছে। সবমিলিয়ে আমার বিশ্বাস দলটি অসাধারণ ক্রিকেট খেলার যোগ্যতা রাখে।’
এ ছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এমপি মমতাজ, এমপি জাহিদ আহসান রাসেল, এমপি কামাল মজুমদার। বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন, এমপি নাঈমুর রহমান দুর্জয়, জালাল ইউনুস, ইসমাঈল হায়দার মল্লিক, এম এ আউয়াল চৌধুরী ভুলু , এমপি শেখ সোহেল ও লোকমান হোসেন ভূইয়া প্রমুখ।