Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

74খোলা বাজার২৪ ॥ বুধবার, ৪ নভেম্বর ২০১৫: বিয়ে নিয়ে প্রত্যেক মানুষের অনেক স্বপ্ন থাকে। এটি সকলের জীবনের একটি বিশেষ দিন ওয়ে থাকে। তাই এ নিয়ে বিভিন্ন স্বপ্ন দেখেন অনেকেই। কাউকে যদি জিজ্ঞেস করা যায় তার বিয়েতে কিসে করে সে তার বরের বাসায় যেতে চান? তাহলে অবশ্যই পালকি, ঘোড়ার বা গরুর গাড়ি, ফুল দিয়ে সাজানো দামী গাড়ি ইত্যাদির কথা বলবেন। কিন্তু কখনও সাইকেলে করে যাবার চিন্তা করেছেন কি?
চায়নায় এই অদ্ভুদ সুন্দর কাজের শুরু করলেন একজন বর। আনহুই প্রদেশের বর কোন দামী গাড়ি সাজিয়ে না এনে একটি পরিবেশ বান্ধব উপায়ে তার কনেকে নিয়ে গেলেন। তিনি তার সাইকেলে করে নতুন বউকে তার সাথে নিয়ে যান।
একটি আধুনিক স্টাইলের চীনা বিবাহতে সাধারণত বর অনেক গাড়িবহর নিয়ে হাজীর হন। কারণ এতে তার সম্পত্তির প্রতিচ্ছবি ভেসে উঠে। তারা তাদের সম্পদের আধিপত্য দেখানোর জন্য কুচকাওয়াজ অন্তর্ভুক্ত করেন।
কিন্তু ২৭ বছর বয়সী ইউ একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি বাই-সাইকেলে করে তার বিবাহের জন্য উপস্থিত হলেন। দম্পতি আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে, কনে তাদের ঐতিহ্যগত সেদা চেয়ারে বসবেন এবং বর সাইকেলে চড়ে তাকে নিয়ে যাবেন।
তাদের এই সৃজনশীল ও ইকো-বন্ধুত্বপূর্ণ বিয়ে সকলের প্রশংসা পায়।–সূত্র: সিসিটিভি।