খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: হাসিনার নেতৃত্বে কিছু দিনের মধ্যে বাংলাদেশ সিরিয়ার ও ইরাকের মত ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) চেয়ারম্যান শফিউল আলম প্রধান।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ন্যাশনাল আওয়মী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত “স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণতান্ত্রিক রাষ্ট্রঃ কমরেড মেহেদী” শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান বলেন, হাসিনার জঙ্গি জঙ্গি খেলা এবং বাস্তবে ইসলামী যোদ্ধাদের উত্থান এক নয়। সকল পাশ্চাত্য শক্তি আজ মধ্যপ্রাচ্যে ইসলামী যোদ্ধাদের মোকাবেলা করতে পারছে না। এখন যদি দেশে ইসলামী যোদ্ধাদের উত্থান ঘটে তাহলে শুধু শেখ হাসিনা না সারা বিশ্বে রাজনীতির ভারসাম্য নষ্ট হবে। তাই হাসিনার নেতৃত্বে কিছু দিনের মধ্যে বাংলাদেশ সিরিয়ার ও ইরাকের মতও ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।
শেখ হাসিনাকে উদ্যেশ্য করে তিনি বলেন, দেশে আজ কারও নিরাপত্তা নেই। রাষ্ট্রপতিও নিরাপদ নয়। পুলিশ দিয়ে কত দিন নিজের নিরাপত্তা দিবেন। আপনার নিরাপত্তা দিয়ে গিয়ে পুলিশ নিজের নিরাপত্তা হারাচ্ছে। এভাবে দেশ কত দিন চালাবেন?
প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার বিষয়ে তিনি বলেন, একজন বাবা চান না তার সন্তান হত্যার বিচার হোক। এ কথার মাধ্যমে দেশবাসীর পক্ষ থেকে তিনি শেখ হাসিনার উপর অনাস্থা জানালেন।
২০ দলীয় জোটের শরীক জাগপার এই নেতা বলেন, খালেদা জিয়া কিভাবে গুপ্তহত্যা করেন? তিনি তো শারীরিকভাবেও সুস্থ নন।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার ডানে বামে তাকালেই তো আপনি গুপ্ত হত্যাকারীদের দেখতে পাবেন।
আয়োজক সংগঠনের সহ-সভাপতি গোলাম মস্তোফা সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান জাবেল রহমান গাণি, গোলাম মতুর্জা, সুরঞ্জিত ঘোষ প্রমুখ।