Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: ব্ল্যাকমেইলিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে ফ্রান্সের স্ট্রাইকার করিম বেনজেমার বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতারও করেছে। বেনজামার বিরুদ্ধে অভিযোগ, ম্যাথিউ ভালবেনার যৌন সম্পর্কের সেক্সভিডিও প্রকাশের হুমকি দিয়ে তার কাছে বিপুল টাকা দাবি করা হয়েছিল। ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকট ভার্সাইয়ে স্থানীয় সময় সকাল ৯টায় বেনজেমাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে বেনজামার ভাইকেও গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে কৌশলে লিঁও ফুটবলার ভালবেনার যৌন সম্পর্কের একটি সেক্সভিডিও ধারণ করা হয়েছিল। পরে সেই ভিডিওটি ব্ল্যাকমেইলারদের কাছে তুলে দেওয়া হয়েছিল। যেখানে বেনজামার হাত রয়েছে বলেই সন্দেহ ভিকটিমের। ব্ল্যাকমেইলাররা ভিডিওটি হস্তগত করতে ১ লক্ষ ৫০ হাজার ইউরো দাবি করেছিল। ব্ল্যাকমেইলার টাকা চাইলেও সন্দেহের তালিকায় সবার আগে নাম উঠেছে করিম বেনজামার। সঙ্গে রয়েছে আরও ৩ জন।
বেনজেমার এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে। ধারণা করা হচ্ছে ব্ল্যাকমেইলারদের সঙ্গে বেনজেমার যোগসূত্র রয়েছে। এর আগে গত জুলাইয়ে সাবেক লিভারপুল ফুটবলার ডিবজিব্রিল সিসেকে একই অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। এই ঘটনায়ও সন্দেহের তীর তার দিকেও তাক করা হয়েছে। বেনজামা এখনও পুলিশ লক-আপে।
নারীঘটিত কেলেঙ্কারির ঘটনা বেনজামার জন্য নতুন কোনো ঘটনা নয়। ২০০৯ সালে বেনজামা এবং রিবেরিকে অপ্রাপ্ত বয়সের এক যৌনকর্মীর সঙ্গে দৈহিক মিলনের ঘটনায় জাতীয় দল থেকে সায়মিকভাবে বরখাস্ত করা হয়েছিল।