খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: দুই স্ত্রীর ভরণ-পোষণ নিয়ে কলহের জের ধরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উত্তর ছনকা গ্রামে নাজিমুদ্দিন (৩০) নামের এক দিনমুজুর স্বামী কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। বুধবার ভোরে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে বিষপান করেন তিনি।
নাজিমুদ্দিন ওই গ্রামের সোনামুদ্দিনের ছেলে ও পার্শ্ববর্তী কালামপুর এলাকায় ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।
স্থানীয় বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় ৮/৯ বছর আগে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চানপাড়া এলাকায় বিয়ে করে নাজিমুদ্দিন। পারিবারিক কলহের কারণে ওই স্ত্রী নাজিমুদ্দিনকে তালাক (ডির্ভোস) দেন। এরপর ওই একই উপজেলায় প্রায় ছয় মাস আগে আবার দ্বিতীয় বিয়ে করেন নাজিমুদ্দিন। ওই বিয়ের পর আবার প্রথম স্ত্রীর সঙ্গে সখ্যতা স্থাপন হলে আবার তাকেও বিয়ে করেন। এরপর ওই দুই স্ত্রীর ভরণ-পোষণ, ঝগড়া-বিবাদ ও যন্ত্রণা সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেন নাজিমুদ্দিন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, নাজিমুদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্যে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আত্মহত্যার বিষয়ে এখনও কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।