Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কথা বলে ঋণ নিয়েছিলেন মডেল কন্যা ক্যাথরিন। আর সেই অর্থ তিনি ব্যয় করেছেন শরীরের সৌন্দর্যবর্ধনে। ঠোঁট, শরীরের বিভিন্ন স্থানে আবেদন বাড়ানোর জন্য চিকিৎসা করিয়েছেন। সব মিলিয়ে ব্যয় করেছেন ১৪ হাজার পাউন্ড। ঋণের এ অর্থ ফিরিয়ে দেয়ার কোন ইচ্ছাই তার নেই। বৃটেনের দ্য সান-এর এক প্রতিবেদনে উঠে এসেছে মডেল ক্যাথরিনের কাহিনী।
ওই মডেল বলেন, ‘আমার শরীরের ওপরের অংশে চিকিৎসায় ক্যারিয়ারের জন্য যা উপকার হয়েছে, কোন ডিগ্রি তা করতে পারতো না। বিশ্ববিদ্যালয় পড়ুয়া বেশির ভাগ তাদের ডিগ্রি জীবনে ব্যবহার করার সুযোগ পায় না। এদের বেশির ভাগই চাকরি পায় না। শেষমেশ সুপার মার্কেটে কাজ করতে হয়।’ ক্যাথরিনের এহেন দৃষ্টিভঙ্গি আর মন্তব্যের জন্য তাকে নির্লজ্জ আখ্যা দেয়া হয় প্রতিবেদনে। ২৯ বছরের এ মডেল বিশ্ববিদ্যালয় থেকে ঋণ নিয়ে সৌন্দর্য বর্ধনের ধারণাটা পেয়েছিলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক বন্ধুর কাছ থেকে।
ক্যাথরিন বলেন, ‘আমার শরীরের আবেদন সৃষ্টিকারী অংশগুলোর গঠন নিয়ে খুবই বিব্রতবোধ করতাম। বন্ধুদের সামনে পোশাক পাল্টানোর সময় লুকিয়ে যেতাম। আমি মডেল হতে চাইতাম। কিন্তু আমি জানতাম কেটি প্রাইসের মতো সফল হতে হলে আমার পরিবর্তন প্রয়োজন।’ ক্যাথরিন আরও বলেন, এ চিকিৎসা করানোর মতো প্রয়োজনীয় অর্থ জোগানোর উপায় ছিল না। কিন্তু আমার এক বন্ধু বিশ্ববিদ্যালয় ঋণের কথা বললে আমার মাথায় ধারণাটা আসে।
ক্যাথরিনের বয়স যখন ২২ তখন বৃটেনের ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডনে মনোবিদ্যা নিয়ে পড়ার আবেদন করেন। তবে পড়ার বিন্দুমাত্র কোন ইচ্ছাই তার ছিল না। ভর্তি আবেদন মঞ্জুর হওয়াতেই আশ্চর্য হয়েছিলেন ক্যাথরিন। পরে ঋণের আবেদন করার পর যখন সেটাও মঞ্জুর হয়ে যায় তখন তার খুশি ছিল বাঁধভাঙা।
ক্যাথরিন বলেন, প্রথম থেকেই আমি জানতাম এ অর্থ কোথায় ব্যয় করবো। অর্থটা পাওয়ার জন্য প্রথম দুই সপ্তাহ ক্লাস করতে হয়েছিল তাকে। সহপাঠীরা যখন অর্থ দিয়ে বই কেনা শুরু করে তখন ক্যাথরিন খুঁজতে শুরু করেন শরীরের আবেদন বাড়ানোর চিকিৎসা কোথায় করা যায়। ব্যাংক অ্যাকাউন্টে ঋণের অর্থ যাওয়া মাত্রই ইস্ট লন্ডনে একটি চিকিৎসার বুকিং দিয়ে কোর্স থেকে তিনি ইস্তফা দেন।