Wed. May 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: সাভারের আশুলিয়ায় তল্লাশি চৌকিতে এক কনস্টেবলকে কুপিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
আশুলিয়া থানার এস আই আজহারুল ইসলাম বুধবার রাতে এই মামলা দায়ের করেন।
হামলার বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে ঢাকা জেলার এএসপি নাজমুল হাসান কীরণ জানিয়েছেন।
বুধবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়ইপাড়া এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে মুকুল হোসেন নামের এক কনস্টেবলকে হত্যা এবং আরও একজনকে জখম করে মোটর সাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ওই ঘটনায় তিনজন হামলাকারী অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও মামলার এজাহারে পুলিশ কোনো সংখ্যা উল্লেখ করেনি।
এএসপি নাজমুল বলেন, “ঘটনার পর থেকে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন সাতজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে এখনও মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।”
হামলাকারীদের শনাক্ত করতে আশুলিয়ার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে মোটরবাইকে তল্লাশি চালানো হচ্ছে।
বাড়ইপাড়ার যে চেকপোস্টে হামলা হয়েছিল, সেখানে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানান নাজমুল।
ওই এলাকায় দায়িত্বরত শিল্প পুলিশ-১ এর উপপরিচালক কাওসার শিকদার ঘটনার পর সাংবাদিকদের বলেন, অস্ত্র ছিনতাই করতে না পেরে ছুরিকাঘাত করে হামলাকারীরা।
তবে হামলার পর ঘটনাস্থল পরিদর্শনের সময় ‍অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারী সাংবাদিকদের বলেন, যারাই এ ঘটনা ঘটিয়েছে, তারাই সবাই ‘প্রশিক্ষিত’। গত মাসে ঢাকার গাবতলীর হামলা এবং বাড়ইপাড়ার হামলা ‘একই সূত্রে গাঁথা’।
একই সুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকেরের বিষয়টি ‘নস্যাৎ করার জন্য’ এ ধরনের হামলা চালানো হচ্ছে।