খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ার বাড়ইপাড়ায় শিল্পপুলিশের তল্লাশি চৌকিতে হামলা ও এক পুলিশ সদস্যকে হত্যার ‘দায় স্বীকার’ করেছে আইএস (ইসলামিক স্টেট)।
যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার) এ কথা জানিয়েছে। গ্রুপটি বিশ্বব্যাপী ‘সন্ত্রাসী’ সংগঠনগুলোর ওপর নজরদারি করে থাকে।
আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের নন্দন পার্কের সামনের বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশী তল্লাশি চৌকিতে মুকুল হোসেন ও নূর আলম (২৮) নামে দু’জন পুলিশ সদস্য দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মুকুল হোসেনের মৃত্যু হয়। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় হাবিবুর রহমান নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।