Wed. May 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

36খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: দেশে গণতন্ত্রের সংকট চলছে অভিযোগ করে বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেছেন, এ সংকট সমধান না করলে আওয়ামীলীগেও একদিন সংকট তৈরি হবে। তখন তারা পালাতে বাধ্য হবে।বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলে।
আব্দুল্লাহ আল নোমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আর সেটা আওয়ামীলীগকে বাদ দিয়ে নয়। আওয়ামীলীগসহ মিলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না করলে দেশ ধ্বংস হয়ে যাবে। নোমান বলেন, দেশে গণতন্ত্র না থাকার কারণেই আজকে শিক্ষক-কর্মচারীসহ সবাই আন্দোলন করছে। এভাবে দেশ চলতে পারেনা।
তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে একটা নির্বাচনের প্রয়োজন। বুলেটের থেকেও ব্যালট অনেক শক্তিশালি। এ ব্যালট এর মাধ্যমে জনগণই তার প্রতিনিধি নির্বাচন করবে।
দেশে নতুন নতুন হত্যাকাণ্ড বন্ধের সমাধান সম্পর্কে তিনি বলেন, বর্তমানে দেশে যে হত্যাযজ্ঞ চলছে তার সমাধান করতে হলে সামাজিক শক্তির নৈকট্য প্রয়োজন। পুলিশ দিয়ে এর সমাধান করা যাবে না।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোঃ মোহাম্মদউল্লাহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিভি অধ্যাপক এমাজ উদ্দিন আহমদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ভাসানি সমর্থক পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম প্রমুখ।