খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: শিক্ষা ও কূটনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার লক্ষ্যে চারটি চুক্তি করেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সরকারি বাসভবনে বুধবার রাতে দুই দেশের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব চুক্তিতে সই করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্ক রুট এসময় উপস্থিত ছিলেন।
চুক্তি চারটি হচ্ছে- বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ‘ফরেন অফিস কনসালটেশন্স’ বিষয়ক সমঝোতা স্মারক; বাংলাদেশের কূটনীতিকদের প্রশিক্ষণ সহযোগিতা বিষয়ক আগ্রহপত্র এবং বাংলাদেশের বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির সঙ্গে নেদারল্যান্ডসের স্যাক্সন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস ও স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজির সমঝোতা স্মারক; বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ও স্যাক্সন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের সমঝোতা চুক্তি।
এর আগে বুধবার সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে হোটেলে সাক্ষাৎ করেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী লিলিয়ান প্লাউম্যান ও মেলানি সুল্জ ফ্যান হেগেন।
দুপুরে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের ব-দ্বীপাঞ্চল এবং পোতাশ্রয় ফিউচার ল্যান্ড পরিদর্শন করেন এবং সন্ধ্যায় নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেন।
চুক্তি সইয়ের আগে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেন শেখ হাসিনা। রাতে তিনি মার্ক রুটের দেওয়া নৈশভোজে অংশ নেন।