খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: সন্ত্রাসী হামলায় নিহত জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনের আত্মার শান্তি কামনায় মিলাদ পড়েছে বিএনপি।
বৃহস্পতিবার জোহরের নামাজের পর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই মিলাদের আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত হয়ে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, “দীপন সরাসরি বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন না। তবে তিনি শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করতেন। তিনি জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।”
গত শনিবার রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে নিজের অফিসে খুন হন দীপন, যিনি গত ফেব্র“য়ারিতে নিহত লেখক অভিজিৎ রায়ে বই প্রকাশ করেছিলেন।
দীপনকে হত্যার খবর প্রকাশের আগে ওই দিন দুপুরে লালমাটিয়ায় অভিজিতের বইয়ের আরেক প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের অফিসে হামলার কথা জানা যায়। প্রকাশনা সংস্থাটির মালিক আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিন জনকে কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা।
নিহত ফয়সল আরেফিন দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও লেখক আবুল কাসেম ফজলুল হকের একমাত্র ছেলে। তার মালিকানাধীন জাগৃতি প্রকাশনী থেকে অভিজিতের ‘বিশ্বাসের ভাইরাস’ নামের জনপ্রিয় বইটি প্রকাশ হয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিতের স্কুলবন্ধু ছিলেন দীপন। গত ২৬ ফেব্র“য়ারি বইমেলা থেকে ফেরার পথে টিএসসি এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন বিজ্ঞানমনষ্ক লেখক অভিজিৎ।
‘দেশে রাজনৈতিক জবাবদিহি না থাকার কারণেই হত্যাকাণ্ডের প্রবণতা বাড়ছে’ বলে মন্তব্য করেন বিএনপির মুখপাত্র রিপন।
তিনি বলেন, “দেশে গণতন্ত্র ফিরে এলে রাজনীতির ঊর্ধ্বে থেকে সকলে মিলে এ ধরনের উগ্রপন্থি গোষ্ঠীর বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে হবে।”
মিলাদ মাহফিলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ অংশ নেন।