খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: খকারিগরি কারণে খিলগাঁও টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন ‘৭২২’ গ্রুপের নম্বরগুলো পাল্টানো হচ্ছে।
এই গ্রুপের নম্বরগুলো কলার আইডি সুবিধাসহ ‘৫৫১২’ নম্বর দিয়ে রূপান্তর করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
বৃহস্পতিবার বিটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের পূর্বের টেলিফোন নম্বরের শেষ তিন ডিজিট অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন নম্বর হবে আট ডিজিটের।
এখন নম্বরগুলো আগের ৭২২ এর জায়গায় ৫৫১২১ঢঢঢ হবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে ৭২৫৩৩২২ ও ৫৫১২০০১০ টেলিফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।