Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

76খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: পার্বত্য নৃ-গোষ্ঠী মুরং সম্প্রদায়ের সশস্ত্র দল ম্রো ন্যাশনাল ডিফেন্স পার্টির (এমএনডিপি) সদস্যরা আজ বৃহস্পতিবার সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। বেলা একটার দিকে বান্দরবানের আলী কদম উপজেলায় কুবুকপাতা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আত্মসমর্পণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
২০০৯ সালে দলটি গঠন হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল।
এমএনডিপি গত মঙ্গল ও বুধবার এই দলের ৭৯ জন বান্দরবান সেনা ক্যাম্পে ৫৫টি দেশীয় অস্ত্র জমা দেন। আজ আনুষ্ঠানিকভাবে তাঁরা আত্মসমর্পণ করেন। দলের কর্মীদের পুনর্বাসনে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হয়।
সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সফিকুর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামে ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রয়েছে। এখানে সব ধরনের হানাহানি সংঘাত বন্ধ করে পার্বত্য অঞ্চলকে শান্তির জনপদে পরিণত করতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এমএনডিপি এখন শান্তির পথে এসেছে। স্বাভাবিক জীবনে ফিরে যেতে তাঁদের সব ধরনের সহযোগিতা করা হবে।
প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, তাঁরা স্বাভাবিক জীবনে ফিরে আসায় সবাই খুশি। তাঁদের পুনর্বাসনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার, সবই সরকার করবে। সংগঠনের নেতাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।
এমএনডিপির কমান্ডার মেনরুম বলেন, ‘আমরা সবাই আত্মসমর্পণ করেছি। স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে আমরা খুশি। মুরংদের অধিকার ও সংস্কৃতি রক্ষায় এ দল গঠন করা হয়েছিল।