খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: আসছে ৮ নভেম্বরের ঐতিহাসিক জাতীয় নির্বাচনে নিজ দল জয়ী হলে ‘প্রেসিডেন্টের উপরে থাকবেন’ বলে মন্তব্য করেছেন মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সাং সুচি।
বৃহস্পতিবার ইয়াঙ্গুনে নিজ বাসভবনে নির্বাচনের আগে অনুষ্ঠিত শেষ সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি।
দল জয় পেলেও বিদেশী নাগরিককে বিয়ে করার কারণে মিয়ানমারের সংবিধান অনুযায়ী দেশের প্রেসিডেন্ট হতে পারবেন না সুচি। এই প্রতিবন্ধকতা নিয়ে কথা বলতে যেয়েই মন্তব্যটি করেন তিনি।
৫০ বছর ধরে মিয়ানমারে সামরিক একনায়কতান্ত্রিক শাসন চলার পর ২০১১ সালে প্রথম বারের মতো আধা-বেসামরিক সরকার ক্ষমতা গ্রহণ করে। এই সরকারের অধীনে এটিই প্রথম সাধারণ নির্বাচন। নির্বাচনটিকে মিয়ানমারের চলমান সংস্কারের উপর একটি গণভোট হিসেবে দেখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে শান্তিতে নোবেল জয়ী সুচি সহজভাবে স্মিত হেসে বলেন, “বার্তাটি খুব সহজ। সংবিধান বলে, প্রেসিডেন্টের উপরে কেউ হতে পারে না। কিন্তু আমি প্রেসিডেন্টের উপরে থাকবো।”
সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমক্রেসি (এনএলডি) নির্বাচনে ভালো ফল করবে বলে ধারণা করা হচ্ছে। ১৯৯০ সালে সামরিক একনায়তন্ত্রের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে এনএলডি ব্যাপক জয় পেয়েছিল। ওই সময় সুচি গৃহবন্দী ছিলেন।
তারপর থেকে পরবর্তী ২২ বছর ধরে টানা গৃহবন্দী ছিলেন তিনি। কিন্তু এবার তিনি প্রথম থেকেই মুক্তভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পেরেছেন।