Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

86খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র শুভঙ্কর সাহা। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
শুভঙ্কর সাহা বলেন, প্রামাণিক কোনো সংবাদ যদি হয় তাহলে সেটার বিষয়ে কোনো আপত্তি নেই। তবে আপনারা সব সময় তথ্য সম্পর্কে জেনে তারপর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন।
তিনি বলেন, যেকোনো প্রকার সহযোগিতার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। নিয়মনীতি মেনে সব ধরনের সহযোগিতা করবো। আপনারাও আমাদের কাজের খাতিরে সহযোগিতা করবেন এই আশা করি।
তিনি আরো বলেন, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কর্মসূচির খবর গণমাধ্যমে প্রচার করে আমাদের অনেক সহযোগিতা করছে। গণমাধ্যম না থাকলে জনসাধারণ আমাদের বিভিন্ন কর্মসূচির খবর পৌঁছতো না। আশা করবো অতীতের মতো ভবিষ্যতেও আমাদের এভাবে সহযোগিতা করবেন।
এসময় সহকারী মুখপাত্র এএফম আসাদুজ্জামান ও মো. আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে বুধবার বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব নেন ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা। একইসঙ্গে সহকারী মুখপাত্র হিসেবে রয়েছেন গভর্নর সচিবালয়ে মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান ও ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম।
কেন্দ্রীয় ব্যাংকের এর আগের মুখপাত্র ম. মাহফুজুর রহমান গত ৩১ অক্টোবর অবসরে যান। এরই পরিপ্রেক্ষিতে গভর্নর ড. আতিউর রহমান নতুন মুখপাত্রসহ আরো দু’জনকে দায়িত্ব দিয়েছেন। তবে শুভঙ্কর সাহার অনুপস্থিতিতে মুখপাত্রের দায়িত্ব পালন করবে এ এফ এম আসাদুজ্জামান।