খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: ভারতে মক্কেলকে মুক্তি না দেয়ায় আদালত প্রাঙ্গণের ভেতরেই নারী বিচারককে যৌন হয়রানী করেছে এক আইনজীবী।
ভারতের দিল্লির কারকারদুমা জেলা আদালত ভবনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বিচারক ভারতীয় দ-বিধির ৩৫৪ এবং ৫০৯ (যৌন সম্পর্ক স্থাপনের কু-প্রস্তাব) ধারায় একটি যৌন হয়রানীর মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, একটি মামলায় অভিযুক্ত আইনজীবী তার মক্কেলের মুক্তি দাবি করলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই আইনজীবী আদালত প্রাঙ্গণের ভেতরেই ওই নারী বিচারককে যৌন হয়রানী করে এবং হুমকি প্রদান করে।
তবে এ অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আইনজীবী নিজেকে নির্দোষ বলে দাবি করেন এবং তাকে যড়যন্ত্র করে ফাঁসানোর জন্য ওই নারী বিচারক এ অভিযোগ দায়ের করেছে বলে দাবি করেন। – ইন্ডিয়া টুডে।