খোলা বাজার২৪ ॥শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫: মেয়েটির প্রেমে প্রায় পাগল ছেলেটি। মেয়েটিকে সে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। যেকোনো কিছুর বিনিময়ে মেয়েটিকে পেতে রাজি সে। এখন তার জীবন-মরণ সেই মেয়েটিকে নিয়েই। কিন্তু কী করে পাবে সে তাকে? কী করে প্রেমের প্রস্তাব নিয়ে মেয়েটির সামনে দাঁড়াবে স্তে
অতঃপর মেয়েটির সঙ্গে দুবছর যাবৎ প্রেম চলে আসছে। এখন সে মেয়েটিকে বিয়ে করতে চায়। কিন্তু ভালোবাসার মানুষটিকে এখনো তেমন কিছু উপহার দেয়া হয়নি। তাই বিয়ের প্রস্তাব দেয়ার আগে এবার সে চমক দেখানোর মতো কিছু একটা উপহার দিতে চায়।
কী সেই চমকপ্রদ উপহার? ফুল, হীরের আংটি এসব তো মামুলি। তবে কী করতে পারে স্তে হ্যাঁ, শেষ পর্যন্ত বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে কাজের কাজটিই করলেন চীনের এক প্রেমিক। দীর্ঘ প্রেমের পর সাড়ে চার হাজার ডায়াপার নিয়ে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিতে গেলেন ফেং নামের সেই যুবক। চিনের গুয়াংডং জেলার গুয়াংঝু প্রদেশে এমন অভিনব কায়দায় বিয়ের প্রস্তাব দিয়ে আলোচনায় এসেছেন ফেং।
গত দুবছর ধরে মেয়েরটির সঙ্গে প্রেম করছিলেন ফেং। কয়েকদিন আগেই তিনি জানতে পারেন, মেয়েটি অন্তঃস্বত্ত্বা। তারপরই তিনি সাড়ে হাজার ডায়াপার দিয়ে হৃদয় তৈরি করেন, সেটাই উপহার দেন বান্ধবীকে। এছাড়াও আরও এক ব্যাগ ডায়াপার দেন, যার মধ্যে লুকনো ছিল একটি হীরের আংটি। অভিনব এই উপহার দেখে অবাক হন ফেংয়ের প্রেমিকা।
তারপর ফেং মেয়েটিকে বলেন, তুমি এবং তোমার বাচ্চা, তাদের দুজনেরই দায়িত্ব আজ থেকে আমার। তুমি কি আমায় বিয়ে করবে? ফেংয়ের এমন প্রশ্নের জবাবে না বলার ফুসরতই পেলো না মেয়েটি।