খোলা বাজার২৪ ॥শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘দুর্নীতির অপবাদ ঘুচিয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রুপকার আর শেখ হাসিনা আধুনিক বাংলাদেশের রুপকার। তিনি ৬৮ বছরের ছিটমহল সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছেন। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে ৪৪ বছর পর বাংলাদেশের মানচিত্র পূর্ণতা পেয়েছে। বঙ্গোপসাগরের বিশাল এলাকা বাংলাদেশের মানচিত্রে অধিভূক্ত হয়েছে, বিপুল সমুদ্র সম্পদে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।’
১২ নভেম্বর শেখ হাসিনা বগুড়ায় জনসভা সফল করার লক্ষ্যে শহীদ টিটু মিলনায়তনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে যুবলীগের সাধারণ সম্পাদক সাগর রায় সভাপতিত্ব করেন।
ওমর ফারুক বলেন, ‘আন্তর্জাতিক ভাবে শেখ হাসিনা অনেক পুরস্কার বা স্বীকৃতি পেয়েছেন। বিশ্ব পরিমণ্ডলে তার সবচেয়ে বড় স্বীকৃতি হলো জনগণের ক্ষমতায়ন বিশ্ব শান্তি দর্শনের স্বীকৃতি। জনগণের ক্ষমতায়ন কি? জনগণের ক্ষমতায়ন হলো উন্নয়ন কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্তকরণ, দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জনগণের মতামত প্রদানের সুযোগ দান। সৌদি আরবসহ বিশ্বের অনেক দেশে উন্নয়ন হয়েছে কিন্তু মানুষের কথা বলার অধিকার নাই। শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন ঘটিয়েছেন আবার মানুষের কথা বলার অধিকার দিয়েছেন। এটাই হলো জনগণের ক্ষমতায়ন।
তিনি বলেন, ‘যুবলীগ মানে যুবক, যুবক মানে সৃষ্টিশীল। আমরা সৃষ্টিশীলতা, মেধা-মননের চর্চা করি। যুবলীগের বর্তমান নেতৃত্ব মেধা ও মননের রাজনীতি চর্চার মাধ্যমে দক্ষ ও আলোকিত যুবশক্তি তৈরি করতে প্রধান ভূমিকা পালন করছে। একমাত্র দক্ষ ও আলোকিত যুবসমাজই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের নিয়ে যেতে পারে।’
সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আব্দুল মান্নান, বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দীন ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনু, এসপি হাবিবুর রহমান এমপি, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার মাসুদ, মো. আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ আলী খোকন, সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসিম পাভেল, আসাদুল হক আসাদ, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, বগুড়া আওয়ামী লীগ নেতা রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, কেন্দ্রীয় যুবলীগ নেতা অধ্যক্ষ নবী নওয়াজ এমপি, ইকবাল মাহমুদ বাবলু, মিজানুল ইসলাম মিজু, রফিকুল ইসলাম চৌধুরী, শাহাদাত হোসেন তসলিম, শ্যামল কুমার রায় প্রমুখ।