Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খোলা বাজার২৪ ॥শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫: দক্ষতা ও মনোবল হারানোর কারণে পুলিশ প্রায়ই হামলার শিকার হচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হান্নান শাহ বলেন, সরকারের অন্যায় আচরণে দেশের মানুষ আজ অতিষ্ট হয়ে পড়েছে। তাই সরকারের উপর জনগন আস্থা হারিয়ে ফেলেছে। এমনকি আস্থা হারিয়ে ফেলেছে ছেলে হারা বাবাও।
আইনশৃংলা বাহিনী অপরাধীদের ধরতে দক্ষ নয় এরা বিরোধী দলের নেতাকর্মীদের দমনে দক্ষ মন্তব্য করে তিনি বলেন, তারা আজ বিরোধী দলের নেতাকর্মীদের অন্যায় ভাবে গ্রেফতার করে গ্রেফতার বাণিজ্য করছে। আইনশৃংলা বাহিনী অন্যায় মিথ্যাচার করতে করতে তাদের পেশাদারিত্ব হারিয়ে ফেলেছে বলেও দাবি করেন তিনি।
দলীয় ভাবে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই সরকার বর্তমানে সকল কিছু দলীয় করণ করে ফেলেছে। এতেও তাদের শান্তি নেই। তাই তারা এখন অরাজকতা সৃষ্টি করতে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।
এসময় সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, সম্পূণভাবে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করে কোনো লাভ হবে না। এভাবে করে চিরস্থায়ী খমতায় থাকতে পারবেন না।
আয়োজক সংগঠনের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,সহ-সভাপতি ফরহাদ আলী ডোনার,রফিকুল ইসলাম বাচ্চু,শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন প্রমুখ।