Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39খোলা বাজার২৪ ॥শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫: ন্দর নারী দেখলে কে না চায় তার সঙ্গে দুটি কথা বলতে। আর সুন্দর নারী যদি সমুদ্র সৈকতে অর্ধ নগ্ন হয়ে কাউকে ডাক দেয়। তবে কে চাইবে না তার কথা শুনতে।
ব্রাজিলের রিও ডি জেনেরিওর সমুদ্র সৈকতে ঘটলো তেমনি এক মজার ঘটনা। তবে এখানে সুন্দরি নারীকে ব্যবহার করা হয়েছে মজা করার জন্য। পুরুষদের বোকা বানানো লক্ষ্য ছিল এ কাজে।
বিকিনি ও প্যান্টি পরিহিত এক নারী সমুদ্র সৈকতে উপুড় হয়ে রোদ্র স্নান করছেন। এমন সময় তার পাশ দিয়ে হেটে যাচ্ছেন বহু অপরিচিত পুরুষ। তাদের কারো লক্ষ্য ওই নারীর দিকে তেমন ছিল না। কারণ রিও’র সমুদ্র সৈকতে এ দৃশ্য কমন। কিন্তু রৌদ্র স্নান করা ওই নারী উদ্দেশ্য ছিল পুরুষদের নিয়ে মজা করার। ওই নারী তার প্যান্টির ভিতর লুকিয়ে রাখলেন একটি নকল পুরুষাঙ্গ। কিন্তু সৈকতে উপুড় হয়ে থাকার কারণে কারো চোখে পড়েনি সেটি।
নারী একেক জন অপরিচিত পুরুষকে আহ্বান করছেন পিঠে সানসক্রিম মেখে দেবার জন্য। পুরুষারও সুন্দরি নারীর এই প্রস্তাব পেয়ে দারুণ খুশি। কিন্তু তাদের খুশি বাতাসে মিলিয়ে যায়। যখন বুঝতে পারে সে নারী নয় পুরুষ। আর বিষয়টা ধরা পড়ে তখন যখন পিঠে লোশন মাখা শেষ হলে ওই নারী শরীর ঘুরিয়ে নিজের পেট প্রদর্শন করে। পেটে লোশন মাখতে গিয়ে নকল পুরুষাঙ্গ চোখে পড়ে পুরুষের। আর তাতেই খেল মাত। কেউ আর তাকে লোশন মাখতে আগ্রহী নয়। পুরুষ ভেবে সবাই ওই নারীর সঙ্গ ত্যাগ করে দ্রুত।
এতে পুরুষদের কার কি রকম প্রতিক্রিয়া হয় তা ভিডিও করে ইউটিউবে ছাড়া হয়েছে। ১.৭ মিলিয়ন লোক এই ভিডিওটি দেখেছে। ব্রাজিলের কমেডি তারকা ডেভিড মাফরা এক নারী অভিনেত্রীর সাহায্যে এই মজার ভিডিওটি নির্মাণ করেন।