খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫ : লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার অর্থই হল, চালাকি ও জোরজবরদস্তি করে ভোট ছিনিয়ে নিয়ে জনগন ও বিরোধীদলীয় প্রতিদন্ধীতাকারী প্রাথীদের হুমকি ধমকি, ভয়ভীতি প্রদশর্নের মাধ্যমে দখলে নেয়ার অপকৌশল। তিনি বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের মত স্থানীয় সরকার নির্বাচনেও যদি জোর করে জনগনের ভোটের অধিকার কেড়ে নেয়া হয় তার পরিনতি হবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কবর দেয়ার শামিল।
তিনি বলেন, দেশের জনগন জাতীয় সংকট থেকে উত্তরনে সংলাপ-সমজোতা প্রতাশ্যা করছে। সরকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর রায়কে গ্রেফতার করে সমজোতার রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখাচ্ছে, যা জনমনে আরো শঙ্কা ও হতাশা বাড়িয়ে দিয়েছে। সরকার বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহবানকে অবজ্ঞা করে মুলত বাকশালী চেতনাকে জনস্মুখে প্রকাশ করেছে। তিনি জাতীয় ক্রান্তিকালে দেশপ্রেমিক সুশীল সমাজকে সংলাপ আয়োজনে সরকারকে উদ্দ্যোগ গ্রহনে সক্রিয় ভুমিকা রাখার আহবান জানান।
তিনি আজ শুক্রবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্রমিশনের জাতীয় নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন।
ছাত্রমিশন কেন্দ্রীয় সভাপতি কামরুল ইসলাম সুরুজের সভাপতিত্বে সভায় লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ভাইস চেয়ারম্যান এডভোকেট ফারুক রহমান, ছাত্রমিশন সাধারন সম্পাদক মোঃ জাবের হোসেন, সহ-সভাপতি সালমান খান, নাহিদুর রহমান নাহিদ, ঢাকা মহানগর আহবায়ক সৈয়দ মোঃ মিলন, কেন্দ্রীয় যুগ্ম-সাধারন সম্পাদক নাসরুল্লাহ তালুকদার, সাংগঠনিক সম্পাদক আলী আহসান রাসেল, প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত, নগর সদস্য সচিব ইমরান হোসেন, অর্থসম্পাদক মেহেদী হাসান, মিস স্বপ্না আক্তার, নাজমুল হাসান, আবদুর রহীম, তপন কুমার রায়, ফয়সল আহমেদ, বিপ্লব হোসেন প্রমুখ।
লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ মেহেদী বলেন, ২০ দলীয় নেতা-কর্মীদের জেল জুলুম দিয়ে সরকার দলীয় নেতাকর্মীদের পুনর্বাসন করতেই স্থানীয় নির্বাচনের নামে নতুন প্রহসনের আয়োজন করতে চায়। সরকার দেশে উন্নয়নের জোয়ার ও জনপ্রিয়তা প্রমানে জাতীয় নির্বাচন দেয়া উচিৎ। তাই দেশে গনতন্ত্র প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য নেতা-কর্মী তৈরিতে ছাত্রমিশনকে সংগঠিত ও গতিশীল করে এগিয়ে যেতে হবে।
সভায় আগামী ২৮ নভেম্বর শনিবার ঢাকায় বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।