খোলা বাজার২৪ ॥ কামরুল হাসান, ঠাকুরগাঁও, শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্মাই কাশিবাড়ী গ্রামের পারিবারিক বিরোধের জের ধরে খালাতো ভাইকে বেধড়ক মারপিট ও জখম করে হত্যার ঘটনা ঘটেছে।
জানা যায়, বুধবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্মাই কাশিবাড়ী গ্রামের লোকমান আলীর ছেলে মোহাম্মদ আলীর (২৬) বাড়িতে বেলা আড়াইটায় তার খালাতো বোন ফাতেমার সাথে ঝগড়া সৃষ্টি হয়। এ খবর তার ভাই জহিরুল কে সংবাদ দিলে ঐ দিন বিকাল ৩ টা ৪৫ মিনিটে সংঘবদ্ধ হয়ে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে মোহাম্মদ আলীর উপর চড়াও হয় এবং মাথায় গুরুতর জখম করে।
মোহাম্মদ আলীকে চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী হাসপাতালে ভর্তির পর ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। রংপুর আধুনিক সদর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ঐ দিন রাতে মোহাম্মদ আলী মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ ঘটনায় মোহাম্মদ আলীর পিতা লোকমান আলী বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার জহিরুল (৩০) কে সহ ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই জাহিরুল ইসলাম ছবি নামে এক মহিলা আসামীকে আটক করেছে। এই সংবাদটা এই মাত্র পাওয়া