খোলা বাজার২৪ ॥ শনিবার, ৭ নভেম্বর ২০১৫: রাজধানীর মতিঝিলের ফকিরাপুলে ইসলামী ছাত্র শিবিরের একটি অফিস থেকে বিস্ফোরকসহ সংগঠনটির ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিবিরের ঢাকা মহানগর পূর্বের অফিসে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে মতিঝিল থানার ওসি বি এম ফরমান আলী জানান।
তিনি বলেন, সেখান থেকে প্রায় চার কেজি বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম, বিপুল সংখ্যক উগ্রপন্থি বই এবং গাড়ির চাকা ফুটো করা যায় এমন লোহার ‘অ্যাঙ্কেল’ উদ্ধার করা হয়েছে।
বহুতল ভবনের পঞ্চম তলার অফিসে সন্ধ্যা থেকে অভিযান শুরু হয়।
গ্রেপ্তার সবাই শিবিরের মহানগরের (পূর্ব) বিভিন্ন পর্যায়ের নেতা জানিয়ে ওসি বলেন, “নাকশতার উদ্দেশ্যে সেখানে এসব বিস্ফোরক ও সরঞ্জাম জড়ো করা হয়েছিল।”
তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের নাম জানাতে পারেননি তিনি।