Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11খোলা বাজার২৪ ॥ শনিবার, ৭ নভেম্বর ২০১৫: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দল কাদের বলেছেন, ‘বিদেশের মাটিতে বসে সেন্সলেস পলিটিক্স করে সংলাপের কথা চিন্তা করে লাভ নেই। সংলাপ করতে হলে একটা পরিবেশ লাগে, যোগ্যতা লাগে, শক্তি লাগে। দেশের বাইরে বসে শব্দ বোমা নিক্ষেপ করে সে সাহস ও যোগ্যতার প্রমাণ রাখা যায় না।’
‘লেখক-প্রকাশককে হত্যা করে দেশে নৈরাজ্য সৃষ্টি করে সংলাপের পথ ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে’ বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত সংগঠনের লেখক সদস্যদের এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাম্প্রতিক ঘটনা ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এদেশ আফগানিস্তান বা পাকিস্তান নয় যে ইচ্ছে করলেই যা কিছু করা সম্ভব। এটা বাংলাদেশ। এই দেশ বীরত্ব দিয়ে স্বাধীন হয়েছে। যে দেশের মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত সে দেশকে আফগানিস্থান ও পাকিস্তানে পরিণত করার চিন্তা মানে বোকার স্বর্গে বাস করা।’
ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপি। অনুষ্ঠানে সংগঠনের সদস্য ২২ জন লেখককে সম্মাননা প্রদান করা হয়। ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ প্রমুখ।
ওবায়দুল কাদের বলেন, ‘যখন সৃজনশীলতা, মননশীলতা ও নান্দনিকতা ঘাতকের থাবায় আক্রান্ত হচ্ছে তখন ডিআরইউ সাংবাদিকদের সৃজনশীলতার জন্য এ সম্মাননা প্রদান করছে। সুতরাং এর উদ্দেশ্যে পরিস্কার।’
জাতীয় প্রেস ক্লাব ও ডিআরইউ’র তুলনা করে তিনি বলেন, ‘জাতীয় প্রেস ক্লাবে বর্তমান রাজনীতিক দলের মতোই বিভাজনের দেয়াল উঠেছে। কিন্তু ডিআরইউতে এখনও সেটা হচ্ছে না। কারণ এখানে আদর্শগত মতান্তর আছে কিন্তু মনান্তর নেই।’
পুরস্কারপ্রাপ্ত ডিআরইউ সদস্যরা হলেন- বাসসের শামসুল আলম বেলাল, ভোরের কাগজের ঝর্না মনি ও শামসুজ্জামান শামস, আজকের পত্রিকা’র ওমর ফারুক, ইনকিলাব’র মিজান মাহমুদ, আমার দেশ’র হাসান হাফিজ, অবজারভার’র জীবন ইসলাম, মানবজমিন’র কাফি কামাল, জনকণ্ঠ’র কাওসার রহমান, মাই টিভি’র আমীরুল মুমেনীন, উত্তরবঙ্গ সংবাদ’র নির্মল চক্রবর্তী, এবি নিউজ ডটকম’র শাহিন চৌধুরী, দ্য ইকোনমিক্স ডটকম এর শেখ মাহমুদ, এটিএন নিউজ’র ইশরাত জাহান উর্মী, ইত্তেফাক’র পিনাকী দাস গুপ্ত ও দেবব্রত মূখোপাধ্যায়, সংগ্রাম’র শাহেদ মতিউর রহমান, আর টিভি’র আক্তার হোসেন, কালের কণ্ঠ’র ওমর ফারুক, সমকাল’র আলতাফ হোসেন ও ইন্দ্রজিৎ সরকার ও চ্যানেল টুয়েন্টিফোর’র আমিন আল রশিদ।