খোলা বাজার২৪ ॥ শনিবার, ৭ নভেম্বর ২০১৫: সদ্য সমাপ্ত নেদারল্যান্ডস সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, রোববার সকাল সাড়ে ১১টায় গণভবনে এই সংবাদ সম্মেলন হবে।
বিদেশ সফর নিয়ে সংবাদ সম্মেলন ডাকা হলেও চলমান ঘটনাবলি নিয়ে স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইবেন সাংবাদিকরা। প্রধানমন্ত্রীকেও বরাবরই সেসব বিষয়ে প্রশ্নের উত্তর দিয়ে দেখা গেছে।
বিদেশি খুনের পর প্রকাশক হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী বিদেশে থাকার সময়ই ঢাকার আশুলিয়ায় তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে এক কনস্টেবলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
যুদ্ধাপরাধের বিচার বানচাল এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে এসব হামলা হচ্ছে বলে সরকারের মন্ত্রীরা বলে আসছেন।
তিন দিনের সফর শেষে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় ফেরেন শেখ হাসিনা।
ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে গত মঙ্গলবার এই সফরে যান প্রধানমন্ত্রী। এ সফরে ইউরোপের দেশটির সঙ্গে চারটি চুক্তি সই হয়েছে বাংলাদেশের।
এক যুক্ত বিবৃতিতে বলা হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে ‘ব-দ্বীপ পরিকল্পনা’ বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে বাংলাদেশ ও নেদারল্যান্ডস একমত হয়েছে।
শেখ হাসিনা ডাচ রানি ম্যাক্সিমার সঙ্গেও দেখা করেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির প্রশংসা করেন রানি।