খোলা বাজার২৪ ॥ শনিবার, ৭ নভেম্বর ২০১৫: সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে রুখে দিতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার ডাক এসেছে ।
কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চার সমাবেশে এ আহ্বান জানান মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী।
তিনি বলেন, “আগামীতে আর কোনও সাম্প্রদায়িক শক্তি যাতে বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
সমাবেশ উদ্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “এখন যারা যুদ্ধাপরাধীদের বিচার দমিয়ে রাখার জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সঙ্গে লবিং করছে তারা কারা? সাধারণ মানুষ এখন এগুলো সম্পর্কে অবগত।”
ব্লগারসহ পুলিশ হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
দেশে চলমান জঙ্গিবাদ রুখে দিতে প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানান ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
“২০০১ সাল থেকে বিএনপি-জামায়াতের ছত্রছায়া এদেশে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার উত্থান হয়। আজ পর্যন্ত এই জঙ্গিবাদ তাদের কারণেই বিকশিত হচ্ছে।
“আমাদেরকে সচেতন থাকতে হবে যাতে কোনও মহল এদেশের গায়ে জঙ্গিবাদের তকমা না লাগাতে পারে।”
সাংবাদিক আবেদ খানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কবি মুহম্মদ সামাদ, সাংবাদিক অঞ্জন রায় ও নুজহাত চৌধুরী।