খোলা বাজার২৪ ॥ শনিবার, ৭ নভেম্বর ২০১৫: কমনওয়েলথ ওয়ার গ্রেইভ কমিশনের বাংলাদেশ প্রধান মো. আবু সাঈদকে প্রশংসসূচক সনদ দিয়েছে জাপান সরকার।
শনিবার কুমিল্লার ময়নামতি সমাধিতে এক অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওতানাবে তার হাতে এই সনদ তুলে দেন। যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসনও এ সময় উপস্থিত ছিলেন।
অন্যান্য দেশের সঙ্গে জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীকে এই সনদ দেওয়া হয় বলে জাপান দূতাবাস জানিয়েছে।
কুমিল্লা ও চট্টগ্রামে কমনওয়েলথ যুদ্ধ সমাধিতে বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈন্যদের কবর ‘সুন্দরভাবে’ সংরক্ষণের জন্য এ সম্মাননা পেলেন সাঈদ ও তার দল।
কুমিল্লার এই সমাধিস্থলসহ বিশ্বের আরও ১৫৪টি দেশে এমন আরও ২৩ হাজার সমাধি ও স্মৃতিফলক দেখভালের দায়িত্বে থাকা কমনওয়েলথ ওয়ার গ্রেইভ কমিশনের প্রতি সম্মান জানান জাপানের রাষ্ট্রদূত।
তাদের কারণেই দুই বিশ্বযুদ্ধে নিহত ১৭ লাখ মানুষ আজও সবার স্মরণে আছে বলে মন্তব্য করেন তিনি।
জাপান ও যুক্তরাজ্যের শীর্ষ কূটনীতিকরা সমাধিতে পুষ্পমাল্য দেন।