Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23খোলা বাজার২৪ ॥ শনিবার, ৭ নভেম্বর ২০১৫: ব্রাজিলে খনির বর্জ্য পদার্থ ফেলার স্থানে ভয়াবহ বিস্ফোরণে একটি বাঁধ ভেঙ্গে যাওয়ায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। দেশটির দমকল বিভাগের কর্মকর্তারা এএফপিকে এ খবর জানিয়েছেন।
ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় মেনাস জেরাস রাজ্যের মারিয়ানা নগরীর দমকল বিভাগের প্রধান কর্মকর্তা অ্যাডাও সেভারিনো জুনিয়র বলেন, এই ঘটনায় ৪০ জনের বেশি লোক নিখোঁজ হয়েছে। তবে আনুষ্ঠানিক খবর ও হতাহতের খবর এখনো জানানো হয়নি।
সেভারিনো আরও বলেন, বেন্তো রডরিগুয়েজের বাঁধের কাছাকাছি গ্রামটি মূলত কাদায় চাপা পড়েছে। পরিস্থিতি খুবই খারাপ, অন্ধকারময়। সেখানে প্রচুর কাদা রয়েছে। তবে উদ্ধার তৎপরতা অব্যহত রয়েছে।