Sun. Aug 17th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23খোলা বাজার২৪ ॥ শনিবার, ৭ নভেম্বর ২০১৫: ব্রাজিলে খনির বর্জ্য পদার্থ ফেলার স্থানে ভয়াবহ বিস্ফোরণে একটি বাঁধ ভেঙ্গে যাওয়ায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। দেশটির দমকল বিভাগের কর্মকর্তারা এএফপিকে এ খবর জানিয়েছেন।
ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় মেনাস জেরাস রাজ্যের মারিয়ানা নগরীর দমকল বিভাগের প্রধান কর্মকর্তা অ্যাডাও সেভারিনো জুনিয়র বলেন, এই ঘটনায় ৪০ জনের বেশি লোক নিখোঁজ হয়েছে। তবে আনুষ্ঠানিক খবর ও হতাহতের খবর এখনো জানানো হয়নি।
সেভারিনো আরও বলেন, বেন্তো রডরিগুয়েজের বাঁধের কাছাকাছি গ্রামটি মূলত কাদায় চাপা পড়েছে। পরিস্থিতি খুবই খারাপ, অন্ধকারময়। সেখানে প্রচুর কাদা রয়েছে। তবে উদ্ধার তৎপরতা অব্যহত রয়েছে।

অন্যরকম