খোলা বাজার২৪ ॥ শনিবার, ৭ নভেম্বর ২০১৫: ম্যাচ খেলার জন্য এখনও শতভাগ ফিট নন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু কয়েক দিন আগে ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠা বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, দেশের খেলা তাই প্রয়োজনে ঝুঁকি নিয়ে হলেও খেলবেন।
গত ৯ অক্টোবর ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে যেতে হয়েছিল মাশরাফিকে। হাসপাতালে ছিলেন এক সপ্তাহ।
সেরে উঠলেও দুর্বলতা, মাথা ঝিমঝিম করাসহ বেশ কিছু সমস্যা এখনও রয়ে গেছে ম্যাশের। তবে দেশের ম্যাচে বাইরে থাকতে মন চাচ্ছে না ওয়ানডে অধিনায়কের। শুক্রবার টিম হোটেলে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ঝুঁকি নিয়ে হলেও খেলবেন।
‘এখনও আমি শতভাগ সুস্থ নই। আকেটু সেরে উঠতে পারলে বা আরেকটু অনুশীলন করে আসতে পারলে আমার জন্য ভালো হতো। কিন্তু বাংলাদেশের খেলা। নিজের কাছে যখন মনে হয় আমি পারব, তখন ঝুঁকিটা নেই। আশা করি, পুরো সময় টিকে থাকতে পারব।’
নিজেকে প্রস্তুত করতেই বৃহস্পতিবার ফতুল্লায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছেন মাশরাফি। দুই স্পেলে বোলিং করেছেন ৭ ওভার। এই ম্যাচ থেকে চাওয়ার পুরোটা না পেলেও অধিনায়ক পেয়েছেন আত্মবিশ্বাস।
মাশরাফি বলেন, ‘আমি আসলে সব মিলিয়ে ৩৫ ওভার ফিল্ডিং করেছি কালকে। ৫০ ওভার করতে পারলে ভালো হতো। তবে ফেরার পর প্রথম ম্যাচ থেকেই চাপ নেয়া কঠিন। কাল কিছুটা চাপ দিয়েছি নিজের উপর। কারণ প্রথম ওয়ানডেতে পুরো ম্যাচ খেলতে হলে নিজেকে চাপ দেয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না। এমনিতে ম্যাচের আগে সবসময় যেমন থাকি, তেমন নেই এখন। তার পরও আমি আত্মবিশ্বাসী।