Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪ ॥ শনিবার, ৭ নভেম্বর ২০১৫: সংলাপের জন্য বিএনপির জাতীয় ঐক্যের ডাকে সরকার সাড়া না দিলেও দলটির পক্ষ থেকে এই আহ্বান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।
শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘সরকার যাই বলুক না কেন, বিএনপির সংলাপ এবং জাতীয় ঐক্যের প্রক্রিয়া অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এক সমাবেশে খালেদা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বর্তমান সরকার রাজনৈতিক সংকটের সূচনা করেছে।’ সময় থাকতে এ সংকট থেকে উত্তরণের উপায় বের করতে সংলাপের আহ্বান জানিয়েছেন তিনি।
তবে খালেদা জিয়ার এই সংলাপের আহ্বানকে বরাবারের মতো নাকচ করে দিয়েছেন শাসকদলের নেতারা। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকের পৃথিবীতে সংলাপে বসতে হলে যোগ্যতা লাগে। যোগ্যতা ছাড়া সংলাপ হয় না। আন্দোলন করার শক্তি যাদের নেই, তারাই এখন ঘন ঘন সংলাপের কথা বলে।
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে খুব সম্ভবত বিএনপি এই নির্বাচনে যাবে। ফাঁকা মাঠে গোল দিতে দেওয়া হবে না।