Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

51খোলা বাজার২৪ ॥ শনিবার, ৭ নভেম্বর ২০১৫: সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৯ ওভারে ৩১/২।
দ্বিতীয় ওভারেই শূন্য রানে ফিরে গেছেন লিটন দাস। লুক জংউইয়ের বল ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে গ্রায়েম ক্রেমারের হাতে ধরা পড়েন প্রথমবারের মতো ইনিংস উদ্বোধন করতে নামা এই তরুণ।
নবম ওভারে ফিরে গেছেন মাহমুদউল্লাহ (৯)। টিনাশে পানিয়াঙ্গারার ভেতরে আসা একটি বলে বোল্ড হয়ে ফিরে গেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা।
বাংলাদেশ দলে ফিরেছেন আল আমিন হোসেন। গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষেই সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এই পেসার।
দক্ষিণ আফ্রিকা সিরিজে না খেলা বাঁহাতি স্পিনার আরাফাত সানিও একাদশে ফিরেছেন।
সৌম্য সরকারের চোটে দলে আসা ইমরুল কায়েসকে বাইরেই থাকতে হচ্ছে। প্রথমবারের মতো ইনিংস উদ্বোধন করবেন তরুণ লিটন দাস। জাতীয় দলে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেললেও ঘরোয়া ক্রিকেটে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবেই খেলেন তিনি।
অভিষেকের অপেক্ষা দীর্ঘ হচ্ছে প্রথমবারের মতো জাতীয় দলে আসা পেসার কামরুল ইসলাম রাব্বির। লেগ স্পিনার জুবায়ের হোসেনকেও প্রথম ম্যাচে একাদশের বাইরে থাকতে হচ্ছে।
প্রথম ম্যাচে জিম্বাবুয়ে একাদশের বাইরে রেখেছে রেগিস চাকাভা, নেভিল মাডজিভা, ওয়েলিংটন মাসাকাদজা ও টেন্ডাই চিশোরোকে।
জয় দিয়ে সিরিজ শুরু করতে উন্মুখ হয়ে আছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অন্য দিকে, আফগানিস্তান সিরিজের ব্যর্থতা ভুলতে এই সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে জিম্বাবুয়ে।