খোলা বাজার২৪ ॥ কামরুল হাসান, ঠাকুরগাঁও, শনিবার, ৭ নভেম্বর ২০১৫: সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ৪৪তম জাতীয় সমবায় দিবস পালিত । আজ শনিবার সকালে ঠাকুরগাঁও সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের আয়োজনে ঠাকুরগাঁও বিডি হল থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিডি হল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি ফয়জুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ সাদেক কূরাইশী, জেলা কৃষি স¤প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আরশেদ আলী খাঁন, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সহ- সভাপতি মোশারুল ইসলাম, জেলা সমবায় অফিসার হাশমত আলী জোয়াদ্দার, জেলা সমবায় পরিদর্শক নাজমুল হুদা, মুন্সিরহাট মহিলা সমবায় সমিতির সভানেত্রী রহিমা চৌধুরী প্রমূখ।