Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খোলা বাজার২৪ ॥ শনিবার, ৭ নভেম্বর ২০১৫: D.C picture-2 (2)তোফাজ্জল হোসেন।।আমরা সমবায়ের মাধ্যমে দেশটাকে বদলে দিতে পারি,‘সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন’ ‘সমবায়-ই শক্তি সমবায়-ই মুক্তি’ এই প্রতিপাদ্য নিয়ে জেলা সমবায় কার্যালয় ও জেলা সমবায় ইউনিয়ন আয়োজিত নরসিংদীতে ৪৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান একথা বলেন । আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্টিত হয়। গতকাল শনিবার নরসিংদীর আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে জেলা সমবায় ইউনিয়ন এর সভাপতি এড. নজরুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমবায় কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ হরিদাস ঠাকুর।তাহুয়া লাভিব তুরা’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন ভূঞা, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ, নরসিংদী কেন্দ্রীয় শিল্প সমবায় সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট সমবায় সংগঠক চৌধুরী মো: ইয়াহিয়া, বিশিষ্ট সমবায়ী জেলা সমবায় ইউনিয়নের সহ সভাপতি নাজমা বেগম, মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধি জয়দেব বর্মন,জেলা সমবায় ইউনিয়নের সম্পাদক মোঃ মিজানুর রহমান,সমবায়ী জিয়া উদ্দিন ভূইয়া, আতাউর রহমান প্রমুখ। প্রধান অতিথি বলেন আমরা সমবায়ের মাধ্যমে দেশটাকে বদলে দিতে পারি নেতৃত্ব উঠে আসবে নিজের যোগ্যতা দিয়ে,অন্যের সহযোগীতা দিয়ে নয়।আমাদের নেতৃত্বে গলদ রয়েছে সেজন্য আমাদের দেশে আড়ং দুধ সফলতা পায়নি কিন্তু ভারতের আমুল দুধ সে দেশে অভাবনীয় সাফল্য পেয়েছে।আমাদের মধ্যে চেতনাবোধের অভাব রয়েছে।বাংলাদেশে সমবায় নেই কারন আমরা সবাই নেতা হতে চাই,কর্মী হতে চাই না।নেতার চাঁপে ষ্টেজ ভেঙ্গে যায়।দেশের উন্নয়নের জন্য ২/১জন নেতাই যথেষ্ট।বঙ্গবন্ধুর মত নেতা একজনই যথেষ্ট, সেখানে হাজার নেতার দরকার হয় না।আমাদের মধ্যে বিভক্তি রয়েছে বিশৃঙ্খলা রয়েছে।সমবায় হচ্ছে শৃঙ্খলা এটা ভাঙ্গা যাবে না। দেশের উন্নয়নের জন্য কাজ করেন,পুরস্কারের জন্য নয়,আন্তরিকতার সাথে কাজ করলে দেশ ও জনগনের উন্নয়ন সম্ভব।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীদের মধ্যে প্রধান অতিথি আবু হেনা মোরশেদ জামান পুরস্কার বিতরণ করেন।